হোসিয়ারি শ্রমিকদের সরকার ঘোষিত ন্যূনতম মজুরি অনুসারে অবিলম্বে রেটবৃদ্ধির দাবিতে ১৮ জুন এআইইউটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারি মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে রাজ্যের শ্রম দপ্তরের অ্যাডিশনাল লেবার কমিশনারকে অনলাইনে স্মারকলিপি দেওয়া হয়। ইউনিয়নের পক্ষে নারায়ণ চন্দ্র নায়ক, মধুসূদন বেরা, নেপাল বাগ, তপন কুমার আদক প্রমুখ অভিযোগ করেন, গত ২০১৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকার ঘোষিত ন্যূনতম মজুরি অনুসারে শ্রমিকদের রেট বৃদ্ধি হলেও তারপর পাঁচবার ন্যূনতম মজুরি বেড়েছে। ১ জুলাই আবার একবার মজুরি বৃদ্ধির কথা ঘোষিত হবে। অথচ পাঁচবার মিলে মাসিক ১,১০৪ টাকা সরকার ঘোষিত মজুরি বৃদ্ধি হলেও শ্রমিকদের ক্ষেত্রে তা কার্যকর হয়নি। ইউনিয়নের জেলা সভাপতি মধুসূদন বেরা বলেন, অবিলম্বে ন্যূনতম মজুরি বৃদ্ধি অনুসারে রেট বৃদ্ধির দাবি জানিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ডেপুটি লেবার কমিশনার ও অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারকেও স্মারকলিপি দেওয়া হয়েছে।