রাজ্যের মুখ্যমন্ত্রী ৩০ জুন হুল দিবস উপলক্ষে শুধুমাত্র আদিবাসী (সাঁওতাল) সম্প্রদায়ের জন্য ছুটি ঘোষণা করেছেন। এই ঘটনায় বিস্মিত আদিবাসী সমাজ।
ফেডারেশন অফ আদিবাসী অর্গানাইজেশনস-এর সাধারণ সম্পাদক পরিমল হাঁসদা ওই দিনই এক বিবৃতিতে বলেন, ১৮৫৫-‘৫৬ সালে যে সাঁওতাল বিদ্রোহ স্মরণে হুল দিবস উদযাপিত হয়, এ কথা ঠিক যে, তাতে নেতৃত্ব দিয়েছিলেন সিদো মুর্মু ও কানহু মুর্মু নামে সাঁওতাল সম্প্রদায়ের দুই বীর যুবক। কিন্তু জমিদার, সুদখোর মহাজন ও ব্রিটিশের নিপীড়নের বিরুদ্ধে সেই বীরত্বপূর্ণ সংগ্রামে শুধু সাঁওতাল সম্প্রদায়ের মানুষই নন, আদিবাসী সম্প্রদায়ের অন্যান্য অংশের মানুষ সহ সমস্ত গরিব নিপীড়িত মানুষই যোগ দিয়েছিলেন।
সিদো ও কানহু ছিলেন সেই সময়ের সমস্ত নিপীড়িত মানুষের নেতা। ফেডারেশনের দাবি, হুল দিবস উপলক্ষে ৩০ জুন সকলের জন্য ছুটি ঘোষণা করা হোক।