পৌর স্বাস্থ্যকর্মীদের সরকারি কর্মীর মর্যাদা ও স্বীকৃতি, অবসরের বয়ঃসীমা ৬৫ বছর করা, ৮ ঘন্টা শ্রম দিবস ও মাসিক ন্যূনতম ১৮ হাজার টাকা বেতন, সাব সেন্টারের সংখ্যা বাড়ানো ও আধুনিকীকরণ প্রভৃতি দাবিতে ৭ জুন আসানসোলে এক কনভেনশন অনুষ্ঠিত হয়৷ বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য যুগ্ম–সম্পাদক কেকা পাল, উপদেষ্টা আইনজীবী সোমনাথ ব্যানার্জী, রাজ্য সভাপতি সুচেতা কুণ্ডু, রাজ্য কমিটির সদস্য সীমা লাহিড়ী৷ উল্লেখ্য, কনভেনশনের আগে সকাল এগারোটায় রবীন্দ্রভবনে সব পৌর স্বাস্থ্যকর্মীদের ডেকে চেয়ারম্যান ও ওয়ার্ড কাউন্সিলররা হুমকি দেয় ‘ইউনিয়ন করলে চাকরি খেয়ে নেবো’, ‘মেয়েছেলেদের এত বাড় কী করে হল’, আরও অশালীন মন্তব্য করে যা এই কর্মীরা আগে কখনও শোনেননি৷ এই হুমকিকে উপেক্ষা করে বিকাল তিনটার সময় আসানসোল বার অ্যাসোসিয়েশন হলে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থকর্মী ইউনিয়নের ডাকে কনভেনশনে উপস্থিত হন সবাই৷ অনেকে বক্তব্য রাখার সময় এই অপমানজনক ঘটনার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন৷ কনভেনশন থেকে কমিটি গঠন করা হয়৷ উপস্থিত কর্মীরা সংগঠনের সদস্য হন এবং ভয়–ভীতিকে উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেন৷