এআইডিএসও-র হুগলি জেলা দশম ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হল ২৬ আগস্ট। স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, শিক্ষার সর্বস্তরে ফি মকুব, পরিবহণে ছাড় দিয়ে এক-তৃতীয়াংশ ভাড়া নেওয়া ও পাশ করা সমস্ত ছাত্রছাত্রীর ভর্তির ব্যবস্থা সহ গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার দাবিতে সম্মেলন হয়। সংগঠনের পতাকা উত্তোলন করেন রাজ্য সম্পাদক কমরেড মণিশঙ্কর পট্টনায়ক। উদ্বোধনী বক্তব্য রাখেন এসইউসিআই(সি)-এর হুগলি জেলা কমিটির সদস্য কমরেড সন্তোষ ভট্টাচার্য। বক্তব্য রাখেন এআইডিএসও কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ডাঃ বিপ্লব চন্দ্র, রাজ্য সভাপতি সামসুল আলম, রাজ্য অফিস সম্পাদক প্রভাশিস দাস ও অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ। সম্মেলন থেকে কমরেড শুকদেব বিশ্বাসকে সম্পাদক ও কমরেড শঙ্কর দাসকে সভাপতি নির্বাচিত করে ৭১ জনের় জেলা কমিটি তৈরি হয়।