শিক্ষার বেসরকারিকরণ, বাণিজ্যকরণ ও সাম্প্রদায়িকীকরণের প্রতিবাদে এবং জাতীয় শিক্ষানীতি–২০১৯ বাতিলের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান নিয়ে ২৬–২৯ নভেম্বর এ আই ডি এস ও–র নবম সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হল তেলেঙ্গানার হায়দরাবাদে৷ প্রকাশ্য সমাবেশে দশ হাজারের বেশি ছাত্র প্রতিনিধি যোগ দেয়৷ দেশ–বিদেশের মনীষীদের উদ্ধৃতি ও সংগঠনের দীর্ঘ আন্দোলনের চিত্র প্রদর্শনী উন্মোচনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বি চন্দ্রকুমার৷
প্রকাশ্য সমাবেশের সভামঞ্চ তেলুগু নবজাগরণের প্রাণপুরুষ কান্দুকুরি বিরাসালিঙ্গমের নামে নামাঙ্কিত করা হয়৷ এই অধিবেশনে বক্তব্য রাখেন অভ্যর্ত্থনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক পি এল বিশ্বেশ্বর রাও৷ বিশেষ অতিথি ছিলেন কর্ণাটকের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল অধ্যাপক রবিভার্মা কুমার এবং বিজেপি সরকারের নীতির প্রতিবাদে পদত্যাগী আইএএস অফিসার কান্নন গোপীনাথন৷ মিঃ গোপীনাথন কেন্দ্র সরকারের অঘোষিত জরুরি অবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান৷ বক্তব্য রাখেন এসইউসিআই(সি)র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড কে শ্রীধর৷ সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড অশোক মিশ্র শিক্ষার বেসরকারিকরণ ও সাম্প্রদায়িকীকরণের প্রতিবাদে দেশব্যাপী দুর্বার ছাত্র আন্দোলনের আহ্বান জানান৷ ওই দিন দ্বিতীয় পর্বে ‘বামপন্থী যুক্ত আন্দোলনের প্রাসঙ্গিকতা’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ৷
দ্বিতীয় দিনে ২৬টি রাজ্য থেকে আগত আড়াই হাজার প্রতিনিধির উপস্থিতিতে জাতীয় শিক্ষানীতি–২০১৯ নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়৷ আইআইটি বোম্বের প্রাক্তন অধ্যাপক সমাজকর্মী রাম পুনিয়ানি (ছবি), মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক আর মনিভান্নান তাঁদের সুচিন্তিত মতামত তুলে ধরেন৷ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি চেলমেশ্বর ও হায়দরাবাদের নালসার আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফয়জান মুস্তাফা ভিডিও–বার্তা পাঠান৷ প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক এস ইরফান হাবিব লিখিত বার্তা পাঠান৷ বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখার্জী বক্তব্য রাখেন৷ এ ছাড়া মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজন গুরুকুল বার্তা পাঠান৷ হায়দরাবাদের সিয়াসত সংবাদমাধ্যমের ম্যানেজিং ডিরেক্টর জহিরুদ্দিন আলি খান, সর্বভারতীয় সম্মেলনের ভাইস চেয়ারম্যান ডঃ সাত্তার আলি খান বক্তব্য রাখেন৷ প্রকাশ্য অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কমরেড কমল সাঁই৷
প্রতিনিধি অধিবেশন চলে ২৯ নভেম্বর সকাল পর্যন্ত৷ মূল প্রস্তাব ও অন্যান্য প্রস্তাবের উপর ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন৷ শেষে সৌরভ ঘোষকে সম্পাদক এবং ভি এন রাজশেখরকে সভাপতি নির্বাচন করে ১৪২ জনের সর্বভারতীয় কাউন্সিল গঠিত হয়৷ সমাপ্তি অধিবেশনে উপস্থিত ছাত্রপ্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখেন এস ইউ সি আই (সি)–র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ৷