শিক্ষার সার্বিক বেসরকারিকরণ, পণ্যায়ন ও সাম্প্রদায়িকীকরণের নীল নক্সা জাতীয় শিক্ষানীতি–২০১৯ বাতিলের দাবিতে দেশব্যাপী শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আগামী ২৬–২৯ নভেম্বর হায়দরাবাদ শহরে অনুষ্ঠিত হতে চলেছে এআইডিএসও–র নবম সারা ভারত ছাত্র সম্মেলন৷ এই ছাত্র সম্মেলনের আহ্বান ইতিমধ্যেই দেশের ছাত্রসমাজের মধ্যে বিপুল আলোড়ন তৈরি করেছে৷ এই সম্মেলনের মূল দাবি ও উদ্দেশ্য সম্পর্কে দেশের বিশিষ্ট জনেরা তাঁদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন৷ কেন্দ্র ও রাজ্য সরকারের সর্বনাশা শিক্ষা নিধনকারী নীতির বিরুদ্ধে শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তুলতে এআইডিএসও–র প্রতি গভীর প্রত্যাশার কথা জানিয়ে সম্মেলনকে সর্বতোভাবে সফল করার উদ্দাত্ত আহ্বান তাঁরা দেশবাসীর কাছে জানিয়েছেন৷ সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত সেমিনার ও প্রকাশ্য সমাবেশে উপস্থিত থেকে ও বক্তব্য রেখে বহু বিশিষ্টজন তাঁদের সমর্থন জানাবেন৷ পাশাপাশি একটি আবেদনপত্রের মধ্য দিয়ে তাঁরা এই আহ্বান দেশবাসীকে জানাচ্ছেন৷ এঁরা হলেন, বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ইরফান হাবিব, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস দেবপ্রিয় মহাপাত্র, বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ডি এন ঝা, কর্ণাটক সরকারের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল অধ্যাপক রবিবর্মা কুমার, নিমহানস বাঙ্গালোরের প্রাক্তন ডিরেক্টর অধ্যাপক ভবানীশংকর দাস, বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ডি পি সেনগুপ্ত, অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, ভাটনগর পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক সৌমিত্র ব্যানার্জী, বিশিষ্ট সমাজকর্মী অধ্যাপক রাম পুনিয়ানি, পদত্যাগী আইএএস কান্নান গোপীনাথ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রাক্তন প্রধান মহীদাস ভট্টাচার্য, অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সম্পাদক অনীশ রায় সহ বহু বিশিষ্ট জন৷