৮ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার হাড়োয়া কাস্টমার কেয়ার সেন্টারে (সিসিসি) শতাধিক বিদ্যুৎ গ্রাহক ব্যাপক বিক্ষোভ দেখায়। তাদের দীর্ঘদিনের দাবি, হাড়োয়াতে কমপক্ষে দু’টি সাবস্টেশন করতে হবে। বিরাট হাড়োয়া সিসিসি-কে ভেঙে তিনটি সিসিসি করতে হবে। মনগড়া বিল নয়, যথার্থ মিটার রিডিং এর ভিত্তিতে বিল করতে হবে। একই সাথে তাদের দাবি ছিল– গৃহস্থে প্রতি মাসে ১০০ ইউনিট এবং কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ দিতে হবে। জনবিরোধী বিদ্যুৎ আইন ২০০৩ ও তার সংশোধনী বিল ২০২১ প্রত্যাহার করতে হবে। বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভ দমনে নেমে পড়ে ও চারজন গ্রাহককে গ্রেপ্তার করে। শেষপর্যন্ত স্টেশন ম্যানেজার (এস এম) ডেপুটেশন গ্রহণ করে আলোচনায় বসেন।
অ্যাবেকা জেলা সম্পাদক রবীন দেবনাথের নেতৃত্বে হাড়োয়া শাখা কমিটির সম্পাদক মনিরুজ্জামান সহ প্রতিনিধিদল ১২ দফা দাবিপত্র প্রদান করেন। স্থানীয় সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা হয়। কয়েকটা দাবি মেনে নিয়ে বাকিগুলি ডিভিশনাল ম্যানেজারের কাছে সুপারিশ করে পাঠিয়ে দেওয়া হয়। দাবি আদায় হওয়ায় শুধু গ্রাহকরা নন, এলাকার জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। এই ঘটনা প্রমাণ করল সঠিক নেতৃত্বে আন্দোলনই দাবি আদায়ের একমাত্র পথ।