জনগণের টাকায় তৈরি হাসপাতালের বেসরকারিকরণ চলবে না
প্রবল বিক্ষোভ মেদিনীপুরে, রাস্তা অবরোধ
শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল বেসরকারি জিন্দাল গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে ২০ ডিসেম্বর মেদিনীপুর শহরে মিছিল করে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় এসইউসিআই(সি)৷ নেতৃত্ব দেন দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেডস তুষার জানা, প্রভঞ্জন জানা সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিও হয়৷ জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত হাসপাতাল বেসরকারিকরণের বিরুদ্ধে স্লোগান ওঠে৷ শালবনি হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে গরিব মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দেওয়ার দাবিও ওঠে৷ বিক্ষোভকারীরা কালেক্টরেট মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে৷ পোড়ানো হয় হাসপাতাল বেসরকারিকরণের ‘মৌ’–এর প্রতিলিপি৷ শেষ পর্যন্ত ছয় সদস্যের এক প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসেন অতিরিক্ত জেলাশাসক৷
দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে তিনি রাজ্য সরকারকে ডেপুটেশনের প্রতিলিপি পাঠানোর আশ্বাস দেন৷ জেলা সম্পাদক কমরেড নারায়ণ অধিকারী বলেন, গরিব মানুষকে উন্নত পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জনগণের কোটি কোটি টাকা ব্যয়ে শালবনি হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করে আজ তাকেই বেসরকারিকরণ করছে তৃণমূল সরকার৷ তারা যেন ভুলে না যায় স্বৈরাচারের বিরুদ্ধে বিগত সরকারের পতনের ঘন্টা সিঙ্গুর–নন্দীগ্রামের সাথে সাথে লালগড়ের নিপীড়িত, বঞ্চিত মানুষই বাজিয়েছিল৷
অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল না করলে রাজ্যব্যাপী বিক্ষোভ–বরোধ ও গণকনভেনশন সহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি৷