হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের ডেপুটেশন

হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন বাঁকুড়া জেলা শাখার পক্ষ থেকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ওষুধ, কিট সহ সরঞ্জাম কেনার অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ৬ ডিসেম্বর বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।

সংগঠনের জেলা সম্পাদিকা লক্ষ্মী সরকারের নেতৃত্বে ১০ জনের একটি প্রতিনিধি দল জেলা স্বাস্থ্য আধিকারিকের সাথে দেখা করেন। দাবি জানানো হয় যে ওষুধ ও কিট কেনার ক্ষেত্রে যা অনিয়ম ও দুর্নীতি হয়েছে তদন্ত সাপেক্ষে তা প্রকাশ্যে আনা, দোষীদের শাস্তি দেওয়া এবং ওষুধের গুণমান সহ হাসপাতাল পরিষেবার উন্নতির কাজগুলি করতে হবে। সিএমওএইচ দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন। তিনি দাবিগুলি সাধ্যমতো পূরণের চেষ্টা করবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন বলে জানান।

About suphal