মুর্শিদাবাদের জঙ্গিপুর হাসপাতালে কর্মসংস্কৃতি তলানিতে ঠেকেছে। এখনও পর্যন্ত ৬ হাজারের বেশি জন্ম ও মৃত্যু সার্টিফিকেট ইস্যু করার কাজ বকেয়া পড়ে আছে। শিশু বিভাগ সহ সমস্ত বিভাগে পর্যাপ্ত পরিমাণে বেড নেই। অভিযোগ, বেশিরভাগ চিকিৎসক প্রাইভেট চেম্বারে ব্যস্ত। ফলে দূরদূরান্ত থেকে আসা মুমূর্ষু রোগীরাও আউটডোরে অসহায় অবস্থায় পড়ে থাকেন।
এই সমস্ত সমস্যা সমাধানের দাবিতে ১৯ জুলাই এসইউসিআই(কমিউনিস্ট)-এর পক্ষ থেকে রঘুনাথগঞ্জ শহরে মিছিল করে এসডিও-র কাছে দাবিপত্র পেশ করা হয়। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভাঙা রাস্তা সারানো এবং দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা, সরকারি পুকুর ভরাট করার প্রতিবাদ জানানো হয়। ভয়াবহ মূল্যবৃদ্ধি রোধ, জল নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করা, পুলিশের নাকের ডগায় চুরি ছিনতাই বন্ধ করা, টোটো চালকদের উপর থেকে পুলিশি হয়রানি বন্ধ, নয়া জাতীয় শিক্ষানীতি এবং তার অনুসারী রাজ্য শিক্ষানীতি বাতিল, স্মার্ট মিটার বাতিল ও বিদ্যুতের মাশুল কমানোর দাবি জানানো হয়।ডেপুটেশনে উপস্থিত ছিলেন অনুরাধা ব্যানার্জী, সুব্রত মুখার্জী, সুমন পাল, লিয়াকত আলি, মোঃ মুসা ও বাবুল হালদার।