ভাবতে পারেন, এক ডজন নাইটি তৈরির মজুরি মাত্র ৩৬ টাকা! ব্লাউজের মজুরি ১৫–২০ টাকা, আর সায়ার মজুরি ১২ টাকা৷ এই মজুরি দিয়ে একটা শ্রমিক পরিবারের জীবিকা নির্বাহ হতে পারে? এমনই অবিশ্বাস্য রকমের কম বেতন রেডিমেড গার্মেন্টস শ্রমিকদের৷
মালিক পক্ষ এই শ্রমিকদের কোনও পরিচয়পত্র দেয়নি৷ এদের নেই কোনও সামাজিক সুরক্ষা৷ পোশাক অগ্নিমূল্য হলেও এঁদের নেই বাঁচার মতো মজুরি৷ রেডিমেড পোশাক থেকে সরকার বছরে এক লক্ষ কোটি টাকার বেশি আয় করে৷ অথচ যাদের শ্রমে এই পোশাক তৈরি হয় তাদের প্রতি সরকারের কোনও দায়দায়িত্ব নেই৷ এই শোষণ বঞ্চনা থেকে বাঁচতে আন্দোলন ছাড়া কোনও পথ নেই বুঝে শ্রমিকরা সংঘবদ্ধ হয়েছেন৷ গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন গড়ে তুলেছেন৷ ইউনিয়নের উদ্যোগে ৮ জানুয়ারি উত্তর ২৪ পরগণার হাবড়া বিডিও দপ্তরে দাবিপত্র পেশ করা হয়৷ নেতৃত্ব দেন তারক দাস, নির্মল মণ্ডল, বিজয় রায়, সুজাতা গোস্বামী সহ অন্যান্যরা৷