কমসোমলের উদ্যোগে ১৪ জুলাই হাওড়া শহরে অনুষ্ঠিত হল শিশু–কিশোর উৎসব৷ শহরের বিভিন্ন এলাকার প্রায় ৭০ জন শিশু কিশোর, হাওড়া ময়দান সংলগ্ন মরিয়াস ডে স্কুলে চলা উৎসবে নানা বিষয়ে অংশগ্রহণ করে৷ শরীর চর্চা, যেমন খুশি আঁকো, গান–আবৃত্তি–ছড়াবলা, পরে স্লাইডের সাহায্যে সৌরজগৎ জানা ও ম্যাজিক বনাম বিজ্ঞানে সকলে খুব প্রাণবন্তভাবে অংশগ্রহণ করে৷ কমসোমলের রাজ্য ইনচার্জ সপ্তর্ষি রায়চৌধুরী শিশু কিশোরদের প্রকৃত মানুষ হওয়ার লক্ষ্যে বড় মানুষদের জীবন চর্চার গুরুত্ব তুলে ধরেন৷