একদিকে কেন্দ্র ও রাজ্য সরকার আশা কর্মীদের কাজের প্রশংসা করে নানা সম্মানে ভূষিত করছে, সার্টিফিকেট দিচ্ছে। অন্যদিকে তাঁদের বেতন বৃদ্ধির দাবি উপেক্ষা করে চলেছে, সরকারি কর্মচারীর মর্যাদাও দিচ্ছে না। সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনার ভেরিফিকেশন সার্ভের কাজ করতে গিয়ে বহু আশাকর্মী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় হাওড়া গ্রামীণ জেলা আশাকর্মী ইউনিয়ন আন্দোলনের নানা কর্মসূচি নিয়েছে। এই প্রেক্ষাপটে ডিসেম্বর ও জানুয়ারি মাস জুড়ে বিভিন্ন ব্লকে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ব্লকের সম্পাদিকা ও সভানেত্রীরা ছাড়াও বক্তব্য রাখেন হাওড়া গ্রামীণ জেলা আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা মধুমিতা মুখার্জী এবং এআইইউটিইউসি-র জেলা সংগঠক নিখিল বেরা। বাগনান-১ ব্লকের সম্মেলনে (ছবি) বক্তা ছিলেন, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য সংগঠক মিনতি সরকার।