৪ ফেব্রুয়ারি হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুলে এআইডিএসও হাওড়া সদর জেলা শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হয়। মূল বক্তা রাজ্য সম্পাদক কমরেড মণিশঙ্কর পট্টনায়ক শিক্ষা ও সমাজ জীবনের নানা সঙ্কট সহ জাতীয় শিক্ষানীতির নানা দিক নিয়ে আলোচনা করেন ও শিক্ষার উপর আক্রমণ প্রতিহত করতে এবং সারা জেলা জুড়ে এই আন্দোলনকে বেগবান করার জন্য ছাত্রদের আহ্বান জানান। কমরেড সুদীপ দত্তকে আহ্বায়ক করে ১৪ জন সদস্যের একটি সাংগঠনিক কমিটি গঠিত হয়।