এ বছর কোচবিহার জেলায় হলদিবাড়ি হাইস্কুল উচ্চ মাধ্যমিক স্তরে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি না রাখার সিদ্ধান্ত নেয়। স্বাভাবিক ভাবেই প্রবল সমস্যায় পড়ে বিরাট সংখ্যক ছাত্রছাত্রী। প্রতিবাদে এআইডিএসও হলদিবাড়ি ব্লক কমিটির নেতৃত্বে মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ৭ জুন স্কুলের সামনে বিক্ষোভ দেখায়। প্রধান শিক্ষককে স্মারকলিপিও দেওয়া হয়। কিন্তু স্কুল-কর্তৃপক্ষ দাবি মানতে রাজি না হওয়ায় ছাত্রছাত্রীরা হলদিবাড়ি ট্রাফিক মোড় অবরোধ করে।
অবরোধ তোলার নামে পুলিশ বিক্ষোভকারীদের ওপর হামলা করে ও ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করে। অবশেষে পুলিশের মধ্যস্থতায় স্কুল-কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা হয়। শেষপর্যন্ত স্কুল কর্তৃপক্ষ রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি চালু রাখার ও এতে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। সংগঠনের ব্লক কমিটির সম্পাদক বুলবুল সরকার আন্দোলনের এই জয়ে এলাকার ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে অভিনন্দন এবং পুলিশের ভূমিকাকে ধিক্কার জানান। এই জয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকরা সংগঠনকে অভিনন্দন জানান।