Breaking News

হরিয়ানায় সরকারি শিক্ষা ধ্বংসে বিজেপির নয়া ষড়যন্ত্র


হরিয়ানার বিজেপি সরকার শিক্ষা ক্ষেত্রে ‘চিরাগ যোজনা’ নামে নতুন প্রকল্প চালু করতে চলেছে। এই প্রকল্পে ছাত্রছাত্রীদের বেসরকারি স্কুলে ভর্তি করা ও বেতন দেওয়ার দায়িত্ব সরকার নিজেই পালন করার প্রতিশ্রুতি দিয়েছে।
একে সরকারি শিক্ষা ধ্বংসের নীল-নক্সা আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে এআইডিএসও-র হরিয়ানা রাজ্য কমিটি। সংগঠনের রাজ্য সভাপতি হরীশ কুমার এ প্রসঙ্গে বলেন, জাতীয় শিক্ষানীতি-২০২০ অনুযায়ী শিক্ষাব্যবস্থাকে বেসরকারি মালিকদের মুনাফার পণ্যে পরিণত করতে চাইছে হরিয়ানার বিজেপি সরকার। সেই উদ্দেশ্যে তারা একের পর এক প্রকল্প চালু করছে। ‘চিরাগ যোজনা’ তেমনই একটি প্রকল্প। এর মধ্য দিয়ে সরকার ধীরে ধীরে বিনামূল্যে সর্বজনীন শিক্ষার দায় নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলতে চাইছে।
এর প্রতিবাদ জানিয়ে এআইডিএসও-র হরিয়ানা রাজ্য কমিটি দাবি করেছে, অবিলম্বে সমস্ত সরকারি স্কুলের খালি পড়ে থাকা পদ স্থায়ী শিক্ষক নিয়োগ করে পূর্ণ করতে হবে। বিনামূল্যে শিক্ষার দায়িত্ব পালন করে সরকারকে অবিলম্বে স্কুলবাড়ি, আসবাব, লাইব্রেরি, পানীয় জল ও শৌচাগারের যথাযথ ব্যবস্থা করতে হবে সরকারি স্কুলগুলিতে।

গণদাবী ৭৪ বর্ষ ৪৭ সংখ্যা ১৫ জুলাই ২০২২