দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের অন্যতম অংশীদার হরিয়ানা। পাঞ্জাবের সঙ্গে এই রাজ্য থেকেও হাজার হাজার কৃষকের স্রোত রাজধানীতে আছড়ে পড়ছে। ফলে দিল্লির সাথে হরিয়ানা জুড়ে সক্রিয় রয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনের অন্যতম নেতৃত্বকারী সংগঠন এআইকেকেএমএস এই রাজ্যে কৃষকদের ক্রমাগত সংগঠিত করে আন্দোলনের প্রবাহ চালিয়ে যাচ্ছে। ধূর্ত বিজেপি সরকার তা আঁচ করে আন্দোলনের নেতাদের আটক করার ঘৃণ্য পথ নিয়েছে। রাজ্যের মহেন্দ্রগড় জেলার চাঁদপুরায় গ্রেপ্তার শুরু করেছে পুলিশ। ২০ ডিসেম্বর সংগঠনের দুই গুরুত্বপূর্ণ নেতা কমরেড অমর সিং এবং কমরেড অভয় সিংকে গ্রেপ্তার করে এটেলি থানার পুলিশ। সংগঠনের জেলা সভাপতি কমরেড বলবীর সিং যাদবকে গৃহবন্দি করে আন্দোলনকারী চাষিদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছে। এই গ্রেপ্তারি কৃষকদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। আওয়াজ উঠছে কতজনকে গ্রেপ্তার করবে করো। প্রয়োজনে সব কারাগার ভরবে। কিন্তু কৃষি নীতি বাতিল করতেই হবে।রাজ্যের বিজেপি সরকারের এই স্বৈরাচারী পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমরেড সত্যবান। তিন নেতার অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন তিনি।