স্মার্ট মিটার বন্ধ, ফিক্সড চার্জ-মিনিমাম চার্জ বাতিলের দাবিতে এবং দীর্ঘদিন নতুন সংযোগ ও খারাপ মিটার পরিবর্তন না করা, অস্বাভাবিক বিল, নোটিশ ছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, অভিযোগ জমা না নেওয়া সহ গ্রাহক হয়রানি, স্টেশন ম্যানেজার ও অফিসের কর্মচারীদের দাদাগিরির প্রতিবাদে বিদ্যুৎ গ্রাহক সমিতি (অ্যাবেকা) ও সংগ্রামী সামাজিক সংগঠন পথের দাবির আহ্বানে দক্ষিণ ২৪ পরগণার উস্তি বিদ্যুৎ সাপ্লাই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান বিদ্যুৎ গ্রাহকরা। পরে স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন দেড় সহস্রাধিক মানুষ। উপস্থিত ছিলেন অ্যাবেকার রাজ্য সভাপতি অনুকূল ভদ্র সহ সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর একাধিক নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন অ্যাবেকার দক্ষিণ চব্বিশ পরগণা জেলা কমিটির অন্যতম সংগঠক দিব্যেন্দু মুখার্জী এবং পথের দাবির উপদেষ্টামণ্ডলীর সদস্য, বিশিষ্ট সমাজসেবী নিরঞ্জন নস্কর। দীর্ঘক্ষণ স্টেশন ম্যানেজারকে ঘেরাও করে রাখা হয়। পরে ১১ জনের প্রতিনিধিদল ও স্টেশন ম্যানেজারের আলোচনা হয়।