স্মার্ট মিটার বাতিল, বর্ধিত ফিক্সড চার্জ, মিনিমাম চার্জ ও এফপিপিএস প্রত্যাহার, ২০০ ইউনিট পর্যন্ত ও কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ সহ অন্যান্য দাবিতে ১ ফেব্রুয়ারি অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের ১৯তম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর রেল মাঠে। উপস্থিত ছিলেন কয়েক হাজার বিদ্যুৎ গ্রাহক।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অনুকূল ভদ্র। শুরুতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন পরিবেশবিদ প্রদীপ দত্ত, বিদ্যুৎ বিশেষজ্ঞ অনির্বাণ গুহ, অল ইন্ডিয়া ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ অজয় চাট্যার্জী, অল আসাম ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় আচার্য এবং অ্যাবেকার প্রাক্তন সম্পাদক ও অন্যতম সহসভাপতি অমল মাইতি প্রমুখ। বার্তা পাঠান বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন।
২ ফেব্রুয়ারি বারুইপুর রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হয় প্রতিনিধি সম্মেলন। পাঁচশো জন প্রতিনিধির উপস্থিতিতে অল ইন্ডিয়া ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি সমর সিনহা বন্টন কোম্পানির কর্মচারীদের সাথে গ্রাহকদের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার কথা বলেন। সম্মেলন থেকে অনুকূল ভদ্রকে সভাপতি, সুব্রত বিশ্বাসকে সাধারণ সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত করা হয়।