৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে সন্ত্রাসমুক্ত স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে সোচ্চার হল মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম, জুনিয়র ডক্টরস ইউনিটি, নার্সেস ইউনিটি এবং হাসাপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন৷ সংগঠনগুলির ডাকে এক সুসজ্জিত মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়ে ধর্মতলা পৌঁছায় এবং মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেয়৷ মিছিলে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও মেডিকেল সার্ভিস সেন্টারের সহ–সভাপতি ডাঃ তরুণ মণ্ডল, মেডিকেল সার্ভিস সেন্টারের সাধারণ সম্পাদক ডাঃ বিজ্ঞান বেরা এবং রাজ্য সম্পাদক ডাঃ অংশুমান মিত্র, সার্ভিস ডক্টরস ফোরামের সভাপতি ডাঃ প্রদীপ ব্যানার্জী, নার্সেস ইউনিটির সম্পাদিকা সিস্টার পার্বতী পাল প্রমুখ৷ দাবি ওঠে, লাগাতার চিকিৎসক–নার্স–স্বাস্থকর্মী নিগ্রহ বন্ধ এবং নিগ্রহকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, প্রশাসনিক সন্ত্রাস বন্ধ এবং চিকিৎসক ও জনস্বাস্থ্য আন্দোলনের অন্যতম মুখ সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাসের অন্যায়–গণতান্ত্রিক বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, পুঁজিপতিদের স্বার্থবাহী এনএমসি বিল ২০১৭ এবং ন্যাশনাল হেলথ পলিসি ২০১৭ বাতিল করতে হবে, ২০১৮ সালের নিট পিজি উত্তীর্ণ সকল চাকরিরত পরীক্ষার্থীদের টিআর দিয়ে এমডি/এমএস পড়ার সুযোগ দিতে হবে, রাজ্যে বিপুল ঘাটতি পরিকাঠামো ও ডাক্তার নার্স–স্বাস্থ্যকর্মীর শূন্যপদ পূরণ করতে হবে৷ নেতৃবৃন্দ জানান, মুখ্যমন্ত্রী ৭টি ডাক্তার সংগঠনের সাথে বৈঠকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনওটিই পূরণ করেননি৷ তাই আজও লাগাতার ডাক্তার নিগ্রহ চলছে ৷
(৭০ বর্ষ ৪৩ সংখ্যা ১৫জুন, ২০১৮)