Breaking News

স্বাস্থ্য দপ্তরে কাজের সুস্থ পরিবেশ চাই সার্ভিস ডক্টরস ফোরামের দাবি

অভয়াকাণ্ডের ১০০ দিন অতিক্রম করলেও মূল অপরাধীরা এখনও অধরাই রয়েছে। বিচার চেয়ে সর্বত্র চলছে আন্দোলন। আন্দোলনের এই পরিমণ্ডলেও স্বাস্থ্য দপ্তর জুড়ে চলছে নৈরাজ্য, সীমাহীন দুর্নীতি, সিন্ডিকেট রাজ, প্রশাসনিক সন্ত্রাস। এর প্রতিবাদে এবং স্বাস্থ্য দপ্তরে কাজের পরিবেশ ফিরিয়ে আনতে ১৪ নভেম্বর সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে ১৭ দফা দাবি নিয়ে স্বাস্থ্যভবনে ডেপুটেশন দেওয়া হয়। দাবি জানানো হয়– অবিলম্বে স্থায়ী ডিএমই এবং ডিএইচএস নিয়োগ করতে হবে, ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড অনুযায়ী সমস্ত শূন্যপদে নিয়োগ করতে হবে এবং পরিকাঠামো তৈরি করতে হবে, শিক্ষক- চিকিৎসকদের শেষ পদোন্নতির ইন্টারভিউয়ের পূর্ণাঙ্গ তালিকা অবিলম্বে প্রকাশ করে তা স্বচ্ছতার সাথে কার্যকরী করতে হবে, স্বচ্ছ ও বিজ্ঞানভিত্তিক বদলি নীতি চালু করতে হবে, বিএমওএইচদের বকেয়া তিনটি ইনক্রিমেন্ট অবিলম্বে দিতে হবে, সিন্ডিকেট রাজ ও থ্রেট কালচার বন্ধ করতে হবে, আর কোনও অভয়া কাণ্ড যাতে না ঘটতে পারে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডাঃ দুর্গাপ্রসাদ চক্রবর্তী, সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস, কার্যকরী সহ সভাপতি ডাঃ সুদীপ দাস, সম্পাদক ও কোষাধ্যক্ষ ডাঃ স্বপন বিশ্বাস। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন হাসপাতাল ও জেলা থেকে আগত সদস্যবৃন্দ।