Breaking News

স্বাস্থ্যে আসল প্রশ্ন থেকে নজর ঘোরানোর চেষ্টা মুখ্যমন্ত্রীর

২৪ ফেব্রুয়ারি কলকাতার ধনধান্য সভাগৃহে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী যে ভাবে স্বাস্থ্যক্ষেত্রে মূল সমস্যাগুলিকে এড়িয়ে গেলেন তারই পরিপ্রেক্ষিতে এস ইউ সি আই (সি)-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ওই দিন এক বিবৃতিতে বলেন,

আজকের সভায় অভয়ার প্রকৃত খুনিদেরা ধরা, মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচার বন্ধ, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ও স্যালাইন কাণ্ডে অভিযুক্ত কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, তাঁর নিজেরই প্রতিশ্রুতি মতো রাজ্যভিত্তিক টাস্ক ফোর্স কার্যকর করা সহ মূল বিষয়ে সদর্থক ভূমিকা না নিয়ে জুনিয়র ডাক্তারদের মাইনে কিছুটা বাড়িয়ে স্বাস্থ্যক্ষেত্রের মূল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার যে চেষ্টা মুখ্যমন্ত্রী করলেন– আমরা তার তীব্র প্রতিবাদ করছি। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকের এই সভা পশ্চিমবঙ্গের চিকিৎসক ও গণতন্ত্রপ্রিয় জনসাধারণকে প্রবল ভাবে ক্ষুব্ধ করেছে। আমরা অভয়ার ন্যায় বিচার ও স্বাস্থ্যব্যবস্থাকে ত্রুটিমুক্ত করার দাবিতে জুনিয়র ডাক্তার সহ সাধারণ মানুষের আন্দোলনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের মানুষের কাছে আবেদন জানাচ্ছি।