৭ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ডাকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা থেকে কয়েক হাজার আশাকর্মী বিধাননগরে স্বাস্থ্যভবনের সামনে সমবেত হয়ে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ দেখান। সংগঠনের রাজ্য সম্পাদক ইসমত আরা খাতুনের নেতৃত্বে ১০ জনের প্রতিনিধিদল এনআরএইচএম-এর প্রজেক্ট অফিসারের সঙ্গে আশাকর্মীদের সমস্ত দাবি ও নানা সমস্যা নিয়ে আলোচনা করেন।
প্রজেক্ট অফিসার আশ্বাস দিয়েছেন, দ্রুত আশাকর্মীদের নির্ধারিত বেতন বাড়ানো হবে। মোবাইল ফোন দেওয়া সহ অন্য কয়েকটি দাবি পূরণেরও আশ্বাস দিয়েছেন তিনি।