Breaking News

স্বরূপনগরে নির্মাণকর্মী সম্মেলন

৭ নভেম্বর উত্তর ২৪ পরগণার স্বরূপনগর মাঝেরপাড়া প্রাইমারি স্কুলে আয়োজিত হয় এ আই ইউ টি ইউ সি অনুমোদিত সারা বাংলা নির্মাণকর্মী ইউনিয়নের স্বরূপনগর ব্লক তৃতীয় সম্মেলন। ব্লক সভাপতি কমরেড অজিত মণ্ডলের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন ব্লক সম্পাদক ছোট্টু মির্জা। শ্রমিক প্রতিনিধিরা নিজেদের বঞ্চনার কথা তুলে ধরেন।

কল্যাণ প্রকল্প থেকে শিক্ষা, যন্ত্রপাতি, বিবাহ ইত্যাদি বিষয়ে বেনিফিট তুলে দেওয়া, নতুন রেজিস্ট্রেশন-নবীকরণে চরম প্রশাসনিক গাফিলতি প্রভৃতি বঞ্চনার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য কমরেড গৌতম দাস। সংগঠনের রাজ্য সহ সভাপতি কমরেড জয়ন্ত সাহা এআইটিইউইউসি-র আসন্ন রাজ্য ও সর্বভারতীয় সম্মেলনকে সফল করার আহ্বান জানান। কর্মসূচি সঞ্চালনা করেন ব্লক কোষাধ্যক্ষ কমরেড বেলা পাল। কমরেড সোহারাব আলিকে সভাপতি ও কমরেড অজিত মণ্ডলকে সম্পাদক নির্বাচন করে ১৭ জনের ব্লক কমিটি গঠিত হয়।