স্থায়ী সরকারি লাইসেন্সের দাবি মোটরভ্যান চালকদের

রাজ্যের ৮ হাজারেরও বেশি মোটরভ্যান চালক ৯ জুলাই কলকাতায় বিক্ষোভ দেখান৷ তাঁদের দাবি– স্থায়ী সরকারি লাইসেন্স দিতে হবে, মোটরভ্যান চালকদের পরিবহণ শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে, দুর্ঘটনাজনিত বিমা চালু করতে হবে৷ বিক্ষোভ মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়ে রানি রাসমণি অ্যাভিনিউয়ে পৌঁছলে সেখানে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জৈমিনী বর্মন, জয়ন্ত সাহা, অংশুধর মণ্ডল, তপন দাস, দীপক চৌধুরী, জয় লোধ ও রাজ্য কমিটির সদস্য জগদীশ শাসমল, গৌর মিস্ত্রি, পূর্ণ বেরা, গোপাল দেবনাথ সহ বিভিন্ন জেলার মোটরভ্যান চালকরা৷

প্রধান বক্তা ছিলেন এ আই ইউ টি ইউ সি–র রাজ্য সম্পাদক কমরেড দিলীপ ভট্টাচার্য৷ রাজ্য সম্পাদক কমরেড অশোক দাসের নেতৃত্বে প্রতিনিধি দল পরিবহণ মন্ত্রীর দপ্তর এবং শ্রম মন্ত্রীর দপ্তরে স্মারকলিপি পেশ করেন৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪৯ সংখ্যা)