এআইইউটিইউসি-র সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর দাশগুপ্ত ১ আগস্ট এক বিবৃতিতে বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে অগ্নিপথ স্কিমে অস্থায়ী নিয়োগ থেকে উৎসাহিত হয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষও ২ থেকে ৭ বছরের মেয়াদে নিয়োগ করার দিকে যাচ্ছে বলে সংবাদমাধ্যম থেকে জানা গেছে। পেনশন গ্র্যাচুইটির মতো সামাজিক সুরক্ষা দূরের কথা, অতি সামান্য ফি’ড বেতনে এদের কাজ করতে হবে। চুক্তির নবীকরণ পুরোপুরি ব্যাঙ্ক কর্তৃপক্ষের মর্জির উপর নির্ভর করবে। ৪০ বছর বয়সেই এঁরা কর্মহীন হবেন। যদিও সংসদে অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী ব্যাঙ্কে ৪১ হাজার পোস্ট খালি পড়ে আছে, সাম্প্রতিক কালে কোনও নিয়োগও হয়নি। এই আশঙ্কা অমূলক নয় যে এই সমস্ত পদগুলি ‘ফিক্সড টার্ম’ চাকরি হিসাবে অস্থায়ী ভিত্তিতেই পূরণ করা হবে। স্থায়ী চাকরির ধারণাকে কার্যত বিদায় জানানোর ব্যবস্থা হচ্ছে।
এআইইউটইউসি ব্যাঙ্ক শিল্পে শ্রমিকবিরোধী এই মারাত্মক পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ব্যাঙ্ক কর্মচারী ও সর্বস্তরের জনসাধারণের কাছে আমাদের আবেদন, কেন্দ্রীয় সরকার ও ব্যাঙ্ক কর্তৃপক্ষের এই ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আন্দোলন গড়ে তুলুন।