২৯ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখানো হয়। দুই শতাধিক যুবক-যুবতী অংশগ্রহণ করেন। ‘ভাতা নয়, চাকরি চাই’ এই দাবিতে সোচ্চার হন তারা। মুখ্যমন্ত্রী ২০১৩ সালে যুবশ্রী প্রকল্পের উদ্বোধন করে বলেছিলেন, এক লক্ষ যুবশ্রীকে ১৫০০ টাকা উৎসাহ ভাতা দেওয়া হবে। প্রতি বছর সরকারি বিভিন্ন স্থায়ী চাকরিতে (গ্রুপ-সি ও গ্রুপ-ডি) নিয়োগ করা হবে। কিন্তু প্রায় সাত বছর পার হয়ে গেলেও এই প্রকল্প থেকে কোনও কর্মসংস্থানের খবর নেই। তাছাড়া অনেক শিক্ষিত বেকার যুবশ্রীদের ভাতাটাও বন্ধ করে দেওয়া হয়েছে।
৫ অক্টোবর যুবশ্রী সংগঠনের পক্ষ থেকে স্থায়ী কর্মসংস্থানের দাবিতে পূর্ব মেদিনীপুরেও চার শতাধিক বেকার যুবক-যুবতী বিক্ষোভ দেখান এবং জেলাশাসকের নিকট স্মারকলিপি দেন। সংগঠনের রাজ্য যুগ্ম-সম্পাদক চন্দ্রকান্ত কুইল্যা, জেলা নেতৃত্ব ডঃ কিশোর গোপাল ভুঁইয়া, বিপ্লব দাস নেতৃত্ব দেন।