অল ইন্ডিয়া ইউকো ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম–এর ডাকে ইউকো ব্যাঙ্কের ক্যাজুয়াল কর্মী, ড্রাইভার, ক্যান্টিন কর্মীরা স্থায়ীকরণ এবং গ্রাহক পরিষেবা উন্নত করার লক্ষ্যে সমস্ত শূন্যপদ পূরণের দাবিতে ২৫ জুন কলকাতার বিবাদী বাগে ব্যাঙ্কের হেড অফিস চত্বরে সারাদিন অবস্থান–বিক্ষোভ করেন৷ এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্তের চার শতাধিক কর্মী সামিল হন৷ সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কমরেড অরূপরতন সাহা৷
আমন্ত্রিত বক্তাদের মধ্যে ছিলেন এ আই ইউ টি ইউ সি–র সর্বভারতীয় নেতৃত্বের পক্ষে কমরেড শান্তি ঘোষ, এআইবিইইউএফ–এর সভাপতি কমরেড বিজয় পাল সিং এবং সাধারণ সম্পাদক কমরেড জগন্নাথ রায়মণ্ডল৷ এ ছাড়াও বক্তব্য রাখেন আহ্বায়ক সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড বঙ্কিমচন্দ্র বেরা, কার্যকরী কমিটির সদস্য কমরেড পূর্ণেন্দু বিশ্বাস, ক্যাজুয়াল কর্মীদের পক্ষ থেকে গোপাল ভার্মা (উত্তরপ্রদেশ), মণিকান্ত (বিহার), হরি ভাই (গুজরাট), মনীশ (মধ্যপ্রদেশ), কার্তিক ডর্য (ত্রিপুরা), রাজেশ (দিল্লি)৷
কমরেডস অরূপরতন সাহা এবং কমরেড বঙ্কিমচন্দ্র বেরার নেতৃত্বে এক প্রতিনিধি দল ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন এবং সমস্যাগুলি নিয়ে আলোচনার সময় স্মারকলিপি দেন৷
(৭০ বর্ষ ৪৭ সংখ্যা ১৩ জুলাই, ২০১৮)