বালুরঘাটের দুর্লভপুর পোড়ামাধইল গ্রামের রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত হলেন এক প্রবীণ ব্যক্তি৷ ২০ মে–এর ঘটনা৷ তাঁর যুবক ছেলেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷ এই জায়গায় কোনও রেলগেট না থাকায় প্রায়ই মানুষ এবং গবাদিপশু দুর্ঘটনার কবলে পড়ে৷ অথচ এই রেললাইন টপকেই ১০–১২টি গ্রামের মানুষকে যাতায়াত করতে হয়৷ এই মর্মান্তিক দুর্ঘটনার পরে গ্রামের মানুষজন এলাকার এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর কর্মীদের কাছে এসে এর স্থায়ী সমাধানের জন্য আন্দোলন গড়ে তোলার প্রস্তাব দেন৷ দলের জেলা কমিটি এই প্রস্তাবে অতি দ্রুত গ্রামবাসীদের সংগঠিত করে আন্দোলনের উদ্যোগ নেয়৷ ২৭ মে দলের জেলা কমিটির নেতৃত্বে ৫০ জনের বেশি গ্রামবাসী ওভারব্রিজ অথবা স্থায়ী গেটরক্ষী সহকারে রেলগেট বসানোর দাবিতে বালুরঘাটের স্টেশন মাস্টারের মাধ্যমে ডিআরএম- কে স্মারকলিপি দেন৷ দু’সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হলে আন্দোলনকারীরা আরও জোরদার আন্দোলনের ডাক দিয়েছেন৷