দেশের ৪টি সরকারি এবং ১৩টি বেসরকারি বহুজাতিক নামকরা সংস্থা ভয়ঙ্করভাবে পরিবেশ দূষণ ঘটাচ্ছে এবং মানবাধিকার লঙঘন করছে– মানবাধিকার সংস্থা কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ (সিএইচআরআই)–এর এক রিপোর্টে প্রকাশিত হয়েছে৷
তুতিকোরিনের স্টারলাইট কারখানা মারাত্মক দূষণ ঘটাচ্ছে পার্শ্ববর্তী এলাকায়, এটা বহু আগেই (২০০৭ সালে) জানা গিয়েছিল৷ রিপোর্টে প্রকাশ, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড এবং ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন–এর মতো সরকারি সংস্থা মারাত্মক পরিবেশ দূষণ ঘটাচ্ছে৷ যে বেসরকারি কোম্পানিগুলি এই কালো তালিকার অর্ন্তভুক্ত রয়েছে সেগুলি হল– রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার, রিলায়েন্স পাওয়ার, টাটা পাওয়ার, পসকো, কেয়ার্ন এনার্জির মতো নামী কোম্পানি৷ মারাত্মক পরিবেশ দূষণ, ধারাবাহিকভাবে মানবাধিকার লঙঘন, নৈতিকতা সংক্রান্ত মূল নীতির চূড়ান্ত লঙঘন ইত্যাদি নানা দোষে দুষ্ট এই কোম্পানিগুলি৷ এই কোম্পানিগুলি সর্বোচ্চ মুনাফার লোভে দূষণ নিয়ন্ত্রণনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থায় পর্যাপ্ত অর্থ খরচই করে না৷ ফলে প্রাণ যায় এলাকার মানুষের৷ সরকার বহুজাতিক পুঁজির সেবাদাস হিসাবেই কাজ করে৷ এদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয় না৷ এদের আটকাতে হলে চাই তুতিকোরিনের মতো আন্দোলনের জোয়ার সৃষ্টি করা৷
তথ্য সূত্র : কাউন্টারভিউ ১ জুন, ২০১৮
(৭০ বর্ষ ৪২ সংখ্যা ৭জুন, ২০১৮)