বেসরকারি স্কুলগুলির চড়া ফি দিতে না পেরে অভিভাবকেরা নানা স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন৷ কয়েক মাস আগে কলকাতায় অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুলে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা৷ গত বছর মে মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বেসরকারি স্কুলগুলির অস্বাভাবিক ফি নিয়ন্ত্রণ করার জন্য ‘সেল্ফ রেগুলেটরি কমিশন’ তৈরি করেছিলেন৷ তার পরে এক বছর কেটে গিয়েছে৷ এত দিনেও বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধিতে লাগাম পরানোর কোনও উদ্যোগ নেয়নি রাজ্য৷ স্কুলশিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, কমিশনের কাজ বিশেষ এগোয়নি৷
দিল্লিতে বিভিন্ন বেসরকারি স্কুল ব্যাপক হারে ফি নিচ্ছিল৷ এ রাজ্যের মতো শিক্ষা নিয়ে ব্যবসা করে ব্যাপক মুনাফা করছিল৷ দিল্লি সরকার সম্প্রতি সেই ব্যবসায় লাগাম পরানোর উদ্যোগ নিয়েছে৷ দিল্লির ৫৭৫টি বেসরকারি স্কুল ২০১৬ সালের জুন থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত যে বাড়তি ফি নিয়েছিল, ৯ শতাংশ সুদ সহ সেই টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার৷
দিল্লি হাইকোর্টের গঠিত একটি কমিটি সম্প্রতি বিভিন্ন বেসরকারি স্কুলে সমীক্ষা চালায়৷ ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ রূপায়ণের আগে স্কুলগুলির ফি–কাঠামো খতিয়ে দেখতে গিয়েই এই বেপরোয়া বাড়তি ফি–র বিষয়টি নজরে আসে৷ তারপর এই সিদ্ধান্ত৷
এ রাজ্যেও দীর্ঘদিন ধরে অভিভাবকরা অন্যায় বর্ধিত ফি–র বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছেন৷ এখন রাজ্যের তৃণমূল সরকারের এ ব্যাপারে কোনও অজুহাত খাটবে না৷ দিল্লি পারলে পশ্চিমবঙ্গ ফি নিয়ন্ত্রণ করতে পারবে না কেন?
সূত্র : আনন্দবাজার পত্রিকা ২৫ মে, ২০১৮
(৭০ বর্ষ ৪১ সংখ্যা ১জুন, ২০১৮)