Breaking News

স্কুল খোলার দাবিতে পথে শিক্ষকরা


করোনার অজুহাতে স্কুল বন্ধ রাখার নীতি শিক্ষার অপরিমেয় ক্ষতি করছে। এ ক্ষতি আর দীর্ঘায়িত করা চলে না। তাই অবিলম্বে স্কুল খুলতে হবে, এই দাবিতে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি ৬-১২ আগস্ট রাজ্যব্যাপী ‘দাবি সপ্তাহ’ পালন করে। মুখ্যমন্ত্রী বলেছেন, দুর্গা পুজোর পর স্কুল খুলবেন। সমিতির দাবি, এখনই খুলতে হবে। এই দাবিতে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, কমিশনার, জেলাশাসক, ডি আই, চেয়ারম্যান, সার্কেলের এস আই প্রমুখ পদাধিকারীদের কাছে নানা জেলায় দাবিপত্র পেশ করা হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা বলেন, রাষ্ট্রসংঘ, হু, ইউনেসকো, আমেরিকার বিজ্ঞান পত্রিকা ‘ল্যানসেট’, লোকসভার সংসদীয় কমিটি, আইসিএমআর, এইমসের মতো আন্তর্জাতিক ও জাতীয় স্তরের বহু সংস্থা স্কুল চালু করার সুপারিশ করেছে।
সংস্থাগুলি আরও জানিয়েছে, দীর্ঘ করোনা কালে গৃহবন্দি প্রতিটি শিশুই মানসিক অবসাদে আক্রান্ত হয়েছে, তা দূর করতেও দ্রুত স্কুল চালু করতে হবে। ইউরোপের বিভিন্ন দেশ, প্রতিবেশী বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন রাজ্য যেমন হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটক, ছত্তিশগড়, দিল্লি, বিহার ওড়িশায় স্কুলে পঠন পাঠন চালু হয়েছে। পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকবে কেন?

গণদাবী ৭৪ বর্ষ ৫ সংখ্যা (২৭ আগস্ট ২০২১)