পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের বিন্দুইডি গ্রামের প্রাথমিক বিদ্যালয়কে ওই গ্রামেরই প্রান্তিক দিনমজুর ঝুকু বাউরি তাঁর একমাত্র সম্বল তিন ডেসিবেল জমি নিঃশর্তে দান করেন। এই বিরল ঘটনাকে স্মরণীয় করে রাখতে ২৯ মার্চ মেডিকেল সার্ভিস সেন্টার এবং প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাক্টিসনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়।
উপস্থিত ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় কমিটির অন্যতম সম্পাদক ডাঃ সজল বিশ্বাস, পিএমপিআইয়ের পুরুলিয়া জেলা সভাপতি জহরলাল কুমার এবং সহ-সভাপতি রঙ্গলাল কুমার, মেডিকেল সার্ভিস সেন্টারের বাঁকুড়া জেলা সহ-সম্পাদক মুস্তাকিন আলী এবং পুরুলিয়া জেলা সভাপতি দীপক কুমার। এ ছাড়াও পুরুলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গ্রন্থাগারিক প্রণব হাজরা এবং বিন্দুইডি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন মণ্ডল সহ অন্যান্য শিক্ষকরা।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, গ্রামীণ ডাক্তার সহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মনীষীদের শিক্ষার কথা উল্লেখ করে বলেন, সমাজে এই ধরনের চরিত্র আজ বিশেষ প্রয়োজন।