রেল, ব্যাঙ্ক, বিমা সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে বেসরকারিকরণের প্রতিবাদে নাগরিক প্রতিরোধ মঞ্চের উদ্যোগে ২০ ফেব্রুয়ারি সোনারপুর বাজার মোড়ে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ই আর এম ইউ সোনারপুর শাখার সম্পাদক অসিত খামারু। বক্তব্য রাখেন ইউসুফ আলি মোল্লা, ইন্দুভূষণ গায়েন। প্রধান বক্তা প্রাক্তন সাংসদ, নাগরিক প্রতিরোধ মঞ্চের সম্পাদক ডাঃ তরুণ মণ্ডল বলেন, লকডাউনে মানুষ যখন গৃহবন্দি ছিলেন, সেই সময় বেসরকারিকরণের এইসব সর্বনাশা নীতি গ্রহণ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। যাকে প্রতিরোধ করতে না পারলে শুধু কর্মচারীরাই নন, সাধারণ মানুষও সংকটে পড়বেন। কনভেনশন থেকে প্রভাস মণ্ডলকে সভাপতি, অসিত খামারু ও ইউসুফ মোল্লাকে সহ সভাপতি, রাধারানী মিত্রকে সম্পাদক করে ১৩ জনের কমিটি গঠিত হয়েছে।