২০ মে বিধ্বংসী আমপানের ফলে সোনারপুরের বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। এসইউসিআই (কমিউনিস্ট)-এর সোনারপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বিভিন্ন অঞ্চল পরিদর্শন করা হয়। প্রতাপনগর, কামরাবাদ এবং সোনারপুর অঞ্চলের চারটি এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেইসব এলাকাগুলি চিহ্নিত করে পানীয় জল সরবরাহ এবং বিদ্যুৎ সংযোগের জন্য বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়। পরের দিনই বিডিও এই চারটি এলাকায় পানীয় জলের ব্যবস্থা করেন। পাইপ লাইন মেরামত না হওয়া পর্যন্ত পানীয় জল সরবরাহের দাবিও জানানো হয়। দাবি মেনে পানীয় জল সরবরাহ করা চলছে।