ইউজিসি রেগুলেশন ২০২৫-এর মাধ্যমে শিক্ষায় ভয়ঙ্কর ফ্যাসিবাদী কেন্দ্রীকরণ, বাণিজ্যিকীকরণ এবং শিক্ষার পঠন-পাঠনকে লঘু করার বিরুদ্ধে গত ২২ মার্চ সেভ এডুকেশন কমিটি, কলকাতা জেলার উদ্যোগে ত্রিপুরা হিতসাধনী হলে অধ্যাপক, শিক্ষক ও অভিভাবকদের এক কর্মশালা আয়োজিত হয়।
সংগঠনের পক্ষ থেকে একটি ‘অ্যাপ্রোচ পেপার’ প্রতিনিধিদের দেওয়া হয়। তারপর প্রশ্নোত্তরের ভিত্তিতে অধ্যাপক প্রদীপ দত্ত, অধ্যাপক শান্তনু রায় এবং অধ্যাপক গৌতম মাইতি আলোচনা করেন। এরপর ২৯ ও ৩০ মার্চ শ্যামপুকুর, সোনারপুর দক্ষিণ, জোড়াসাঁকো, বেলেঘাটা এবং যাদবপুরে কনভেনশন ও আঞ্চলিক কমিটি গঠিত হয়।
লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৩৪ সংখ্যা ৪-১০ এপ্রিল ২০২৫ প্রকাশিত