Breaking News

সেভ এডুকেশন কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

 

১৫ জানুয়ারি কলকাতার সূর্য সেন স্ট্রিটে সেভ এডুকেশন কমিটি (জোড়াসাঁকো)-র উদ্যোগে ৪০ জন দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে নেতাজির ছবি, তাঁর উদ্ধৃতি সংকলন ও ব্যাজ বিতরণ করা হয়। স্থানীয় মানুষজন এই উদ্যোগে সক্রিয় সহযোগিতা করেন। এলাকার ছাত্র-যুবরা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন উৎসাহের সাথে। নেতাজির জীবন-সংগ্রাম নিয়ে আলোচনা করেন নেতাজি জন্মবার্ষিকী পালনের সর্বভারতীয় কমিটির সদস্য ডাঃ অংশুমান মিত্র। তিনি ২৩ জানুয়ারি সর্বত্র নেতাজির ছবিতে মাল্যদান, ব্যাজ পরিধান এবং কলকাতায় ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার আহ্বান জানান।