খসড়া জাতীয় শিক্ষানীতিতে ভালো ভালো কথার আড়ালে শিক্ষায় মারাত্মক আক্রমণ নামিয়ে আনা হয়েছে৷ এর ফলে ধ্বংস হয়ে যাবে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, বৈজ্ঞানিক শিক্ষা৷ শিক্ষার স্বাধিকার, গণতান্ত্রিক পরিচালনব্যবস্থার যতটুকু অবশিষ্ট আছে তাও ধ্বংস হবে৷ ২৪ জুলাই কলকাতা ডি আই দপ্তরে শিক্ষক–অভিভাবক–শিক্ষানুরাগী মানুষের এক বিক্ষোভ অবস্থানে একথা বলেন অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক কার্তিক সাহা৷
অবস্থানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলকাতা জেলা সম্পাদক স্বপন চক্রবর্তী, শিক্ষক নেতা আশিস বসু, তপতী মিত্র, অমিয় জানা, শম্পা সরকার, অধ্যাপক দেবব্রত বেরা, লেখক সুপ্রতীপ দেবদাস, শিক্ষিকা কুহু ভট্টাচার্য, অঞ্জলি পালিত প্রমুখ৷ সভাপতিত্ব করেন শিক্ষক নেতা শুভঙ্কর ব্যানার্জী৷ বক্তারা সকলেই আর কালক্ষেপ না করে দ্রুত প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল চালু ও খসড়া জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি জানান৷ আগামী ২১ আগস্ট ভারত সভা হলে সেভ এডুকেশন কনভেনশন সফল করার আহ্বান জানানো হয়৷
৪ সদস্যের এক প্রতিনিধি দল ডি আই (মাধ্যমিক)–এর সাথে দেখা করে রাজ্যপালের উদ্দেশে এক স্মারকলিপি তাঁর হাতে তুলে দেন৷