জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার পূর্বতন কংগ্রেস সরকারের মতোই শিক্ষার বেসরকারিকরণ করছে৷ এর ফলে শিক্ষা হয়ে উঠছে খুবই ব্যয়সাপেক্ষ, যে কারণে সাধারণ ঘরের সন্তানদের উচ্চ শিক্ষা অসাধ্য হয়ে উঠছে৷ এ ছাড়া সিলেবাসের মধ্যে আরএসএস–বিজেপির দলীয় চিন্তা ধারার অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, ধ্বংস করা হচ্ছে সেকুলার শিক্ষা৷ জনবিরোধী এই শিক্ষানীতি বাতিলের দাবিতে ১১ জানুয়ারি আগরতলায় সেভ এডুকেশন কনভেনশন অনুষ্ঠিত হয়৷ বক্তব্য রাখেন ডঃ অলোক শতপথী, পূর্ণিমা রায়, হরকিশোর ভৌমিক, সুবোধ সরকার, অসিত দাস, সুরজিৎ ভট্টাচার্য প্রমুখ৷ সঞ্চালনা করেন সুভাষকান্তি দাস, কমল রায়চৌধুরী৷ কনেভনশন থেকে সুভাষকান্তি দাসকে সভাপতি, অসিত দাসকে সম্পাদক এবং হরকিশোর ভৌমিককে কোষাধ্যক্ষ করে নতুন কমিটি গঠিত হয়েছে৷