সিবিসিএস (চয়েস বেসড ক্রেডিট সিস্টেম) চালু করার জন্য কেন্দ্রীয় বিজেপি সরকার রাজ্যগুলিকে চাপ দিচ্ছে৷ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারও কলকাতা বিশ্ববিদ্যালয়কে কার্যত বাধ্য করেছে এই ব্যবস্থা চালু করতে৷ এতে বিএ–বিএসসি–বিকমে অনেক নম্বর তোলার ব্যবস্থার নামে বিজ্ঞানসম্মত কম্বিনেশনের বদলে বিশৃঙ্খলভাবে সম্পর্কহীন যে কোনও বিষয় বেছে নেওয়ার কথা বলা হয়েছে৷ এর ফলে বেসরকারি কলেজ খুলে যেমন তেমন করে সার্টিফিকেট বেচার ব্যবসার সুবিধা হলেও স্নাতক স্তরে পড়াশোনার মানের চরম অবনতি ঘটবে৷ বাস্তবে ছাত্র–ছাত্রীরা কোনও বিষয়েই কিছু না শিখে ডিগ্রি পেয়ে যাবে৷ বিশ্ববিদ্যালয় এবং কলেজের কাজ হবে শুধু যথেচ্ছ ফি আদায়৷ সামগ্রিকভাবে ছাত্রসমাজের উপর এর ফল হবে অত্যন্ত মারাত্মক৷
এআইডিএসও ১২ মে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার সায়েন্স কলেজ ক্যাম্পাসে এই সর্বনাশা নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখায়৷ অবিলম্বে এই নৈরাজ্যজনক ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে সিবিসিএস–এর কালা সার্কুলারের প্রতিলিপি পোড়ানো হয়৷ ওই দিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে একটি কর্মশালার আয়োজন করেছিল৷ কর্মশালায় আগত অধ্যাপকদের মধ্যে ডিএসও প্রতিনিধিরা সিবিসিএস–এর বিরুদ্ধে লিখিত যুক্তি পেশ করে৷ তাঁরা অনেকেই যুক্তিগুলিকে সঠিক বলে মেনে নেন৷
(৭০ বর্ষ ৩৯ সংখ্যা ১৮ মে, ২০১৮)