নির্ধারিত সময়ের মধ্যে সিবিআই চার্জশিট না দেওয়ায় জামিন মিলল আর জি কর কাণ্ডের দুই মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের। প্রতিবাদে সিবিআই-কে ধিক্কার জানিয়ে ১৭ ডিসেম্বর দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে ধিক্কার মিছিল এবং প্রতিবাদ সভা করে যুব সংগঠন এআইডিওয়াইও। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মলয় পাল এবং রাজ্য সভাপতি অঞ্জন মুখার্জী। তাঁরা বলেন, পরিস্থিতি দেখে মনে হয়, অভয়াকাণ্ডে দোষীরা শাস্তি পাক কেন্দ্র-রাজ্য কোনও সরকারই চায় না। ন্যায়বিচারের দাবিতে জনগণকে এগিয়ে এসে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।