২৬ ডিসেম্বর মানবাধিকার সংগঠন সিপিডিআরএস-এক প্রথম মুর্শিদাবাদ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় বহরমপুরের গ্রান্ট হলে।
মানবদরদি শিশু বিশেষজ্ঞ ডাক্তার কাফিল খানকে বরখাস্ত এবং সম্প্রতি নাগাল্যান্ডে আফস্পা আইনকে ঢাল করে ১৪ জন শ্রমিককে নির্বিচারে হত্যার বিরুদ্ধে দুটি নিন্দা প্রস্তাব পেশ করেন খন্দকার গোলাম মোর্তুজা। সমর্থনে বক্তব্য রাখেন সাংবাদিক চন্দ্রপ্রকাশ সরকার। সাংগঠনিক রিপোর্ট এবং মূল প্রস্তাব পেশ করেন যথাক্রমে মেহেবুব আলম এবং আইয়ুব হোসেন। সমর্থনে বক্তব্য রাখেন দেবাশীষ চক্রবর্তী, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, রামকৃষ্ণ সিংহ, লতিফ সরকার প্রমুখ। সংগঠনের রাজ্য সম্পাদক অধ্যাপক গৌরাঙ্গ দেবনাথ ও সহ-সম্পাদক রাজকুমার বসাক উপস্থিত ছিলেন। দ্বিজেন্দ্রনাথ সরকারকে সভাপতি, দেবাশীষ চক্রবর্তীকে কার্যকরী সভাপতি এবং মেহেবুব আলমকে সম্পাদক করে জেলা কমিটি গঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যাপক অদিতি কুমার ধাওয়া।