দেশে চলছে এক দুঃসহ পরিস্থিতি। কেন্দ্র-রাজ্য দুই সরকারই হরণ করছে গণতান্ত্রিক অধিকার। সরকারের অগণতান্ত্রিক কালা কানুনের বিরুদ্ধে চাষি-মজুরের ন্যায়সঙ্গত আন্দোলনকে নগ্নভাবে দমন করছে সরকার। এমনকী ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করলেও নেমে আসছে রাষ্ট্রীয় নিপীড়ন। এই পরিস্থিতিতে মানবাধিকার আন্দোলন অত্যন্ত জরুরি হিসাবে দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠন সিপিডিআরএস জেলায় জেলায় কনভেনশন করে গণপ্রতিবাদ ধ্বনিত করছে।
কেন্দ্রের নয়া তিনটি কর্পোরেট স্বার্থবাহী কৃষি আইন বাতিল, মানবতাবাদী ডাক্তার কাফিল খানকে ‘দাগী আসামী’র তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে সিপিডিআরএস দক্ষিণ ২৪ পরগণা জেলা শাখার উদ্যোগে ২০ ফেব্রুয়ারি বারুইপুর পুরাতন বাজার সাধারণ পাঠাগারে নাগরিক কনভেনশন আয়োজিত হয়। সভাপতিত্ব করেন অধ্যাপক গোলাম রসুল হালদার। শতাধিক মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক ও মানবাধিকার রক্ষার কর্মী ও সাংবাদিকদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে আনার প্রতিবাদে প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সংগঠনের রাজ্য কমিটির সহ সম্পাদক রাজকুমার বসাক আলোচনা করেন। ডঃ কানাইলাল দাসকে সভাপতি ও সমাজকর্মী জ্ঞানতোষ প্রামাণিককে সম্পাদক করে ৩৭ জনের জেলা কমিটি গঠন করা হয়।