এ রাজ্যে হাজার হাজার গরিব মানুষ মোটরভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কিন্তু সরকারি লাইসেন্সের অভাবে তাঁরা প্রতিনিয়ত পুলিশি হয়রানির শিকার। সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের লাগাতার আন্দোলনের চাপে পূর্বতন সিপিএম সরকার লাইসেন্স দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা দেয়নি। তৃণমূল সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৩-তে এক সার্কুলার দিয়ে লাইসেন্স দেওয়ার ঘোষণা করলেও শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলায় কয়েকশো লাইসেন্স দিয়েই এই কর্মসূচি বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় সংগঠনের ধারাবাহিক আন্দোলনের ফলে ২০১৬ সালে সরকার টেম্পরারি আইডেন্টিফিকেশন নাম্বার (টিন) দেওয়া চালু করলেও এখনও সর্বত্র দেওয়া হয়নি।
সিপিএম সরকারের মতো তৃণমূল সরকারও এঁদের শ্রমিক হিসাবে স্বীকৃতির দাবি উপেক্ষা করে চলেছে। ফলে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুযোগ থেকেও এরা বঞ্চিত। এই বঞ্চনার প্রতিবাদে ১১ ফেব্রুয়ারি পাঁচ হাজারেরও বেশি ভ্যানচালক কলকাতায় বিক্ষোভ দেখান এবং শ্রমমন্ত্রীকে স্মারকলিপি দেন। তাঁদের আরও দাবি, দুর্ঘটনাজনিত বিমা চালু, পিএফ, পেনশন এবং করমুক্ত ডিজেল সরবরাহ করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন তপন মুখার্জী, জয়ন্ত সাহা, অংশুধর মণ্ডল, জগদীশ শাসমল, গৌরহরি মিস্ত্রি, দীনেশ মেইকাপ প্রমুখ। শ্রমমন্ত্রীকে দাবিপত্র পেশ করেন সংগঠনের রাজ্য সভাপতি অশোক দাস এবং সম্পাদক দীপক চৌধুরী।