Breaking News

সিইএসসি-র সদর দপ্তরে বিক্ষোভ অ্যাবেকার

১৪ অক্টোবর কলকাতায় সিইএসসি সদর দপ্তর ভিক্টোরিয়া হাউসে বিদ্যুৎ গ্রাহক সংগঠন অ্যাবেকার পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়। ধর্মতলায় লেনিন মূর্তির সামনে রাস্তা অবরোধ করে প্রতীকী বিদ্যুৎ বিল পোড়ানো হয়। জুলাই মাসের বিলের অস্বচ্ছতা নিয়ে প্রশ্নে কর্তৃপক্ষ জানিয়েছেন মার্চ-এপ্রিল-মে মাসের স্থগিত রাখা কোনও ইউনিট জুলাই মাসের বিলে যুক্ত করা হয়নি। ভবিষ্যতে স্থগিত রাখা কোনও ইউনিট, ইউনিটগতভাবে যুক্ত করা হলে গ্রাহকেরা স্ল্যাব বেনিফিট পাওয়া থেকে বঞ্চিত হবেন– এই অভিযোগে কর্তৃপক্ষ জানিয়েছেন, ইউনিটগত ভাবে কোনও বিলের অতিরিক্ত চার্জ যুক্ত করা হবে না। এ সত্ত্বেও জুলাই মাসের বিলের অস্বচ্ছতা নিয়ে গ্রাহকদের ব্যাপক ক্ষোভের প্রশ্নে কর্তৃপক্ষের থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি। বিশেষ বিশেষ গ্রাহকের বিলে যে সমস্যা দেখা যাচ্ছে সেগুলোর সমাধান করা হচ্ছে বলে সিইএসসি জানিয়েছে। ক্যাশ অফিসগুলোতে গ্রাহকদের অভিযোগ নিয়ে সমাধানের জন্য অফিসার রাখার দাবির সাথে একমত হয়ে তারা ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অ্যাবেকার সাধারণ সম্পাদক প্রদ্যুৎ চৌধুরীর নেতৃত্বে রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুব্রত বিশ্বাস এবং কলকাতা জেলা সম্পাদক নীরেন কর্মকার ডেপুটেশনে অংশগ্রহণ করেন।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ৯ সংখ্যা_১৭ অক্টোবর, ২০২০)