সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নের সম্মেলন

২২ সেপ্টেম্বর সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নের প্রথম পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। পুজোয় বোনাস, বারো মাসের বেতন, অবসরকালীন ৫ লক্ষ টাকা ভাতা, বেতন বৃদ্ধি, সরকারি কর্মীর স্বীকৃতি, পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ বৃদ্ধি সহ প্রকল্পটির সামগ্রিক উন্নয়ন এবং আর জি কর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে মেচেদা বাস স্ট্যান্ডে ক্ষুদিরাম মূর্তি এবং পরে বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করে বিদ্যাসাগর হলে সম্মেলনের কাজ শুরু হয়।

জেলার বিভিন্ন ব্লকের মিড-ডে মিল কর্মীরা তাঁদের সীমাহীন বঞ্চনা, শোষণ, জুলুম, অবিচারের কথা আবেগের সঙ্গে তুলে ধরেন। স্কিম ওয়ার্কার ফেডারেশন অফ ইন্ডিয়ার উপদেষ্টা অনুরূপা দাস, এ আই ইউ টি ইউ সি-র সম্পাদকমণ্ডলীর সদস্য জ্ঞানানন্দ দাস এবং সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা মনোরমা হালদার বক্তব্য রাখেন। ৭০০ জনের বেশি মিড-ডে মিল প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলন থেকে শান্তি রুইদাসকে সভাপতি এবং রাখি বেরা ও অঞ্জলি মান্নাকে যুগ্মসম্পাদক করে ৭০ জনের জেলা কমিটি গঠিত হয়।