Breaking News

সারা বাংলা পরিচারিকা সমিতির রাজ্য সম্মেলন

অভয়া খুনের দ্রুত বিচার, পরিচারিকাদের সপ্তাহে একদিন সবেতন ছুটি, সরকার ঘোষিত ন্যূনতম মজুরি, বাংলা আবাস যোজনায় সকল পরিচারিকার গৃহ নির্মাণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মাতৃত্বকালীন ছুটির অধিকার সহ পরিচারিকাদের পেশাগত বিভিন্ন দাবিতে ২২ ডিসেম্বর এ আই ইউ টি ইউ সি অনুমোদিত সারা বাংলা পরিচারিকা সমিতির দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুরের মেচেদায় বিদ্যাসাগর হলে। রাজ্যের সমস্ত জেলা থেকে সহস্রাধিক পরিচারিকা সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে বিভিন্ন জেলার প্রতিনিধিরা চোখের জলে তাঁদের করুণ জীবন-কাহিনি জানিয়ে গেলেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী লিলি পাল। মূল প্রস্তাব পাঠ করেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জয়শ্রী চক্রবর্তী। সমিতির রাজ্য সম্পাদিকা পার্বতী পাল বলেন, দীর্ঘ ২৪ বছর ধরে এই সংগঠন নানা স্তরে আন্দোলনের মধ্য দিয়ে সপ্তাহে একদিন ছুটির দাবি আদায় করতে পেরেছে। বাকি দাবি আদায়ে আন্দোলন জারি রাখতে হবে। বক্তব্য রাখেন এআইইউটিইউসি-র রাজ্য নেতা নন্দ পাত্র, মধুসূদন বেরা প্রমুখ। পার্বতী পালকে সভানেত্রী, জয়শ্রী চক্রবর্তী ও শোভা মাহাতোকে যুগ্মসম্পাদিকা করে ৫০ জনের রাজ্য কমিটি গঠিত হয়েছে।