Breaking News

সারদা মালিকের চিঠির তদন্ত দাবি

 

সারদা কোম্পানির মালিক সুদীপ্ত সেন জেল থেকে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠিয়ে বর্তমান এবং বিগত সময়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারে আসীন রাজনৈতিক দলগুলির কিছু নেতা সম্পর্কে টাকা নেওয়ার অভিযোগ নতুন করে এনেছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত এই সংবাদের সত্যতা যাচইয়ের জন্য হাইকোর্টের কোনও প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবি জানিয়েছেন অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক রূপম চৌধুরী। ৬ ডিসেম্বর এক বিবৃতিতে তিনি দাবি করেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি ৭ বছর তদন্ত করেও কেন একটি কোম্পানির ক্ষেত্রেও তদন্ত শেষ করতে পারেনি, সেই রহস্যকেও উদঘাটন করার দায়িত্ব সরকারকে নিতে হবে। অবিলম্বে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে সরকারকেই দায়িত্ব নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ১২ সংখ্যা_১১ ডিসেম্বর, ২০২০)