সাম্মানিক নয়, নির্দিষ্ট বেতন চালু করতে হবে৷ স্থায়ী কর্মীর স্বীকৃতি দিতে হবে৷ পিএফ, গ্রাচুইটি, পেনশন, ইএসআই সহ সমস্ত সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে৷ পৌর স্বাস্থ্যকর্মীরা দীর্ঘদিন ধরে এইসব দাবি জানানো সত্ত্বেও এখনও সেগুলি পূরণ করেনি সরকার৷ এবার তাঁরা আন্দোলনের পথে৷
এগরা : পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের ডাকে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার স্বাস্থ্যকর্মীরা ১ জুলাই থেকে কর্মবিরতি ঘোষণা করেছেন৷ তাঁরা টীকাকরণ কর্মসূচি বন্ধ রেখেছেন৷ পশ্চিমবঙ্গের সর্বত্র পৌর স্বাস্থ্যকর্মীদের এই আন্দোলন ছড়িয়ে পড়ছে৷ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের রাজ্য সভাপতি সুচেতা কুণ্ডু৷
দুর্গাপুর : এ আই ইউ টি ইউ সি সহ কেন্দ্রীয় ড্রেড ইউনিয়নগুলো ডাকে ৩ জুলাই সারা ভারত প্রতিবাদ দিবসে দুর্গাপুরে পৌর স্বাস্থ্যকর্মীরা পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন–এর পক্ষ থেকে উপরোক্ত দাবিতে বিক্ষোভ দেখায়৷ বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের যুগ্ম সম্পাদিকা কেকা পাল, রাজ্য কোষাধ্যক্ষ গার্গী দাস৷