৬ ডিসেম্বর রানুচ্ছায়া মঞ্চে বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে বিশিষ্ট জনদের অংশগ্রহণে আলোচনা, আবৃত্তি, গান, গীতিআলেখ্য ও শ্রুতিনাটকের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস পালন করা হয়।
কেন্দ্রের আরএসএস-বিজেপি পরিচালিত সরকার ভোটের স্বার্থে গণতান্ত্রিক চিন্তা চেতনা ও বিজ্ঞান মনস্কতা অপসারিত করে যেভাবে ভারতবর্ষকে অন্ধতা, কুসংস্কার, অপবিজ্ঞান ও উগ্র ধর্মীয় উন্মাদনার ভিত্তিতে বিদ্বেষ ও ঘৃণার উর্বর ক্ষেত্রে পরিণত করছে তার তীব্র সমালোচনা করেন আলোচকরা। তাঁরা ইতিহাসের বিকৃতি, শিক্ষা, এমনকি চিকিৎসা বিদ্যার ক্ষেত্রেও অপবিজ্ঞান ও ঐতিহ্যের নামে হিন্দুত্ব প্রতিষ্ঠার ফ্যাসিবাদী পদক্ষেপ সুশীল সমাজকে সর্বাগ্রে সক্রিয় হয়েই প্রতিরোধ করার আহ্বান জানান।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, অধ্যাপক কাঞ্চন দাশগুপ্ত ও আমিন সেখ, নাট্যব্যক্তিত্ব মহেশ জয়সওয়াল, মঞ্চের সাধারণ সম্পাদক দিলীপ চক্রবর্তী ও সান্টু গুপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন। সঙ্গীতশিল্পী আশিস বসু, কুমুদ মণ্ডল, আবৃত্তিকার সাইফুল ইসলাম এবং অগ্নিবীণা সংস্থা সাম্প্রদায়িকতা বিরোধী গান, কবিতা, বৃন্দগান ও শ্রুতিনাটক পরিবেশন করেন।